বিজ্ঞান-প্রযুক্তি ও তথ্যে সমৃদ্ধের লক্ষ্যে....

Notice

ব্লগ উন্নয়নের কাজ চলছে... সবার আন্তরিক সহয়োগীতা একান্তভাবে কামনা করছি..

Monday, March 20, 2017

কম্পিউটার শিক্ষা (নতুনদের জন্য)

কম্পিউটার শিক্ষা (নতুনদের জন্য)

১-কিভাবে কম্পিউটার স্টার্টবন্ধ করতে হয়?

কম্পিউটার স্টার্ট করার জন্য প্রথমে মনিটরপিসির পাওয়ার বাটনে ক্লিক করুন, করে কিছুক্ষণ অপেক্ষা করুন, অল্প সময়ের মধ্যে আপনার কম্পিউটার চালু হয়ে যাবে।এখানে কিছু শিখার নেই। তবে কম্পিউটার বন্ধ করার কিছু নিয়ম আপনাকে সব সময় মেনে চলতে হবে।

ক- কখনই কম্পিউটার চালু অবস্থায় “তার টেনে” খুলে কম্পিউটার বন্ধ করা যাবে না।

খ- কম্পিউটার চালু অবস্তায় পাওয়ার বাটনে টিপ দিয়ে কম্পিউটার বন্ধ করা যাবে না।তবে হে- যদি কখনো কম্পিউটার চলতে চলতে হ্যাং বা আটকে যায় তাহলে সেই ক্ষেত্রে আপণী পাওয়ার বাটন চেপে ধরে রেখে বন্ধ করাতে পারবেন। তবে এই পদ্ধতি যত সম্ভব পারা যায় এরিয়ে যাওয়াই উত্তম

গ- এবার দেখি সঠিক পদ্ধতিতে কম্পিউটার বন্ধ করার নিয়ম।  কম্পিউটার বন্ধ করার আগে চলমান সব প্রোগ্রাম বন্ধ করে নিতে হবে, এরপর আপনাকে হাতের বামে একবারে নিচে start menu থেকে start বাটনে ক্লিক করতে হবে । ক্লিক করলে স্টার্ট মেনু দেখা যাবে ।সেখানে Turn off computer  এ ক্লিক করুননিচের ছবিতে দেখানো হল

ক্লিক করার পর Turn off computer ডায়ালগ বক্সটি আসবে।

 এখানে Turn off বাটনে ক্লিক করুন তাহলেই কিছুক্ষণের মধ্যে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এটি হল সঠিক পদ্ধতিতে কম্পিউটার বন্ধ করার নিয়ম

২-কম্পিউটারের ডেস্কটপ (Desktop)কাকে বলে

উইন্ডোজ প্রোগ্রামের সামগ্রিক কাজের অঞ্চলকে বলে ডেস্কটপকম্পিউটারের ডেস্কটপের মধ্যে সকল আইকন গুলো সাজানো থাকে। 

মনিটরের চারপাশে দেখতে পাওয়া সম্পূর্ণ স্ক্রীনটিকে ডেস্কটপ বলা হয়।এখানে লক্ষ করুণ হাতের বাম পাশে উপরে রয়েছে কিছু আইকন, নিচে রয়েছে স্টার্ট মেনু ও ডান পাশের নিচে ঘড়ির সময় সহ কিছু মিনি আইকন এবং এর মাঝখানে রয়েছে সম্পূর্ণ কালো একটি ব্যাকগ্রাউন্ড আর এই কালো জায়গা টিকেই ডেস্কটপ বলে।

৩-কম্পিউটারে মাউস (Mouse) এর ব্যাবহার

কম্পিউটারে মাউস দারাই বেশিরভাগ কাজ সম্পাদন করা হয়। বর্তমান মাউস এ তিনটি বোতাম থাকে 

১- বামপাশের বোতাম(primary/left Button),

২- মাঝের বোতাম বা চাকা(wheel button)

৩- ডানপাশের বোতাম(Secondary/right Button).

আমরা যখন কম্পিউটারে মাউস নারা চারা করি তখন তীরের মতো একটা জিনিস নাচা-নাচি করে তাকে মাউস কারসর(Cursor) বলে।এই কারসর কাজের উপর ভিত্তি করে পরিবর্তন হতে থাকে।

স্ক্রীনের কোন স্থানে মাউস পয়েন্টার স্থাপন করে মাউসের বোতামে চাপ দেওয়াকে বলে মাউস ক্লিক করনএকবার মাউস বোতাম চাঁপাকে বলে ক্লিক। তেমনি দুবার মাউসের বোতাম চাঁপাকে বলে ডাবল ক্লিকমাউস দারা কোন ফাইল বা প্রোগ্রাম ওপেন করতে হলে ওই ফাইল বা প্রোগ্রামের উপর মাউসকারসর নিয়ে বাম পাশের বোতাম দিয়ে ডাবল ক্লিক করতে হয়। চালু করা কোন প্রোগ্রাম বন্ধ করতে বা মিনিমাইজ করতে বামপাশের বোতাম দিয়ে একবার ক্লিক করলে বন্ধ বা মিনিমাইজ হয়ে যাবে।

ডানপাশের বোতাম দিয়ে কোন ফাইলসেভ করা, পেস্ট করা, কেটে ফেলাসহ কোন ফাইল, আইকন বা প্রোগ্রামের বিস্তারিত জানা যায়। ডান পাশের বোতামে সব সময় এক বারি ক্লিক করতে হয়।এই বাটন দিয়ে দুই বার ক্লিক করার কোন প্রয়োজন পরে না।

মাঝখানের বোতাম বা চাকা বাটন শুধু কোন বড় পেজ এর উপরে ও নিচে যেতে কাজে লাগে। যেমন ধরুন আপণী কোন পত্রিকা পরছেন সেক্ষেত্রে পেজটি বড় হলে এই বোতাম দিয়ে খুব সহজে উপরে ও নিচে যাওয়া যায়।

৪-উইন্ডো(Window) কি? একটি উইন্ডো কে ছোট ও বড় করন এবং উইন্ডো বন্ধ করা

উইন্ডো এর বাংলা শব্দ জানালা। আমরা কম্পিউটারে যখন কোন প্রোগ্রাম চালু করি তখন ওটা একটা উইন্ডো আকারে ওপেন হয়। এভাবে আমরা কম্পিউটারে এক সাথে অনেক গুলো প্রোগ্রাম উইন্ডো আকারে চালু করাতে পারি। 

৫-আইকন (Icon) কি ?

আইকন শব্দের অর্থ প্রতীক বা ছবি। কম্পিউটার চালু করলেই এর খোলা জানালায় বিভিন্ন ধরনের ছোট ছোট যে চিত্র বা ছবি দেখা যায়, এদের প্রত্যেকটিই এক একটি আইকনউইন্ডোজের উপর বিভিন্ন এ্যাপ্লিকেশনের সাথে সম্পর্ক যুক্ত আইকন থাকে। এই আইকনের উপর মাউসের পয়েন্টার নিয়ে ডবল ক্লিক করলেই সেই প্রোগ্রামটি চালু হয়ে য়াবে। প্রতিটি আইকনের নীচে এ্যাপ্লিকেশনের নাম লেখা থাকে।

৬- টাইটেল বার(Title Bar) ও মেনু বার(Menu Bar) এবং স্ক্রলবার(Scroll Bar)  কি ?

প্রোগ্রাম চালু করার পর তাকে নিয়ন্ত্রণপ্রোগ্রামের কাজ সম্পাদন করার জন্য টাইটেল বার,মেনু বারস্ক্রোলবার ব্যাবহার করতে হয়।

টাইটেল বারঃ টাইটেল বার দিয়ে কোন প্রোগ্রামের উইন্ডো কে এক জায়গা থেকে আর এক জায়গায় স্তানান্তর করা,মিনিমাইজ বা লুকানো, ম্যাক্সিমাইজ বা বড় করা এবং ক্লোজ বা বন্ধ করার কাজ করা হয়।এবং এর মাধ্যমে চলমান উইন্ডো গুলো সনাক্ত করা যায়।

মেনু বারঃ File,Edit,View,Favorites,Help ইহারা এক একটি মেনু এবং ইহাদিগকে যে লাইনে দেখা যাই উহার নাম মেনু বার।মেনু বার দিয়ে প্রোগ্রামের নান ধরনের কাজের কমান্ড দেওয়া যায়।

আর স্ক্রলবার দিয়ে কোন প্রোগ্রামের নিচে বা উপরে যাওয়া যায়।

৭- ফোল্ডার(Folder)  কি,ফোল্ডার তৈরি করা ও নাম পরিবর্তন করা।

ফোল্ডার মানে যার ভিতর এক বা একাধিক ফাইল রেখে দেওয়া যায়। মনে করুণ আপনার কিছু ছবি ও কিছু ভিডিও আছে তো আপনি চান এগুলো আলাদা আলাদা করে রাখবেন সেই ক্ষেত্রে আপনাকে ফোল্ডার বানাতে হবে। যেমন ছবির জন্য একটা আর ভিডিওর জন্য আরেকটা। উল্লেখ্য একটি ফোল্ডারের ভিতর আরও অনেক সাবফোল্ডার বানানো যায়।

নতুন ফোল্ডার তৈরী করার জন্য কম্পিউটারের ডেস্কটপের যেকোন খালি জায়গায় গিয়ে মাউস এর ডানপাশের বোতাম ক্লিক করুন। 

এরপর New লেখার উপর মাউস কারসর নিয়ে যান ডান পাশে দেখেন Folder নামে একটা আইকন দেখবেন সেখানে মাউস এর বামপাশের বোতাম দিয়ে একবার ক্লিক করুন,তাহলে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরী হবে।

এবার এর নাম করণ করার জন্য তৈরী করা ফোল্ডারের উপর মাউস কারসর নিয়ে ডানপাশের বোতামে ক্লিক করুন

এখান Rename এ ক্লিক করুন, বাম পাশের বোতাম দিয়ে ক্লিক করার সাথে সাথে মাউস থেকে হাত উঠিয়ে ফেলুনতারপর কীবোর্ড এ গিয়ে যে নাম দিতে চান সে নাম দিয়ে এন্টার(Enter) চাপুন বা মাউস এর বামপাশের বোতাম দিয়ে যে কোন খালি জায়গাই ক্লিক করুণ, দেখবেন আপনার ফোল্ডারের নাম করা হয়ে গেছে। পুরান ফোল্ডারের নাম পরিবর্তন করার পদ্ধতি একি রকম

৮-কোন ফাইল কপি(copy)ও পেস্ট(Paste)করা

কম্পিউটারে কোন ফাইল কপি ও পেস্ট করা অনেকটা ফোল্ডার তৈরী করার মতো ।এর জন্য আপনাকে যে ফাইল টি কপি করতে চান তার উপর মাউস এর করসার নিয়ে ডানপাশের বোতাম ক্লিক করুণ দেখবেন Copy নামে একটা লেখা আসবে সেখানে ক্লিক করুণ বাম পাশের বোতাম দিয়ে, এবার যেখানে এই কপি করা ফাইল টির পুনর্স্থাপন বা পেস্ট করতে চান সেখানে মাউস কারসর নিয়ে আবার ডানপাশের বোতাম ক্লিক করুন,করে সেখানে Past লেখার  উপর ক্লিক করুণ বাম পাশের বোতাম দিয়ে। ব্যাস কাজ শেষ আপনার ফাইল কপি হয়ে যাবে।

৯-কোন ফাইল ডিলিট(Delete) বা মুছিয়া ফেলা

কম্পিউটারে কোন ফাইল ডিলিট বা মুছিয়া ফেলা অনেকটা কপি-পেস্ট করার পদ্ধতির মতো।ফাইল ডিলিট করার জন্য যে ফাইল ডিলিট করবেন তার উপর মাউসের কারসর নিয়ে ডান পাশের বোতাম দিয়ে একবার ক্লিক করুণ,সেখানে Delete নামে লেখাতে ক্লিক করুন বাম পাশের বোতাম দিয়ে একবার, একটি ডায়ালগ বক্স আসবে।

এটা একটি সতর্ক বার্তা প্রদর্শনকারী উইন্ডো যা আপনাকে সতর্ক করে দিচ্ছে যে আমি কি সত্তি সিলেক্ট করা ফাইল টাকে আপনার কম্পিউটার থেকে মুছে ফেলতে চান, চাইলে Yes এ ক্লিক করুণ বাম পাশের বোতাম দিয়ে একবার, আর নি চাইলে No তে ক্লিক করুণ বাম পাশের বোতাম দিয়ে একবার, তাহলে আপনার ফাইল টি ডিলিট হয়ে যাবে।

১০প্রোগ্রাম ইন্সটল(Install) বা স্থাপন করা ও কিভাবে কোনো প্রোগ্রাম আনইন্সটল(uninstall) করা বা মুছে ফেলা।

*১) আমাদের কম্পিউটারে নানান ধরনের কাজের ক্ষেত্রে নানান সময় নানান ধরনের প্রোগ্রাম ইন্সটল করা লাগতে পারে। আবার অনেক সময় অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলো আনইন্সটল করা লাগতে পারে। তাই আজকে আমরা শিখবো কি ভাবে এটি করা যায়। প্রথমে কোনো প্রোগ্রাম ইন্সটল করার জন্য সেই প্রোগ্রামটা সংগ্রহ করতে হবে। আমরা সাধারণত দুই ভাবে এই প্রোগ্রাম সংগ্রহ করতে পারি ।

ক- ইন্টারনেট থেকে অনেক সময় অনেক প্রোগ্রাম ফ্রী নামিয়ে সংগ্রহ করতে পারি বা

খ- কারো কাছ থেকে কোনো Cd বা Dvd মাধ্যমে সংগ্রহ করা বা কোনো পেন ড্রাইভে কারো কাছ থেকে সংগ্রহ করা ইত্যাদি।

এখন আমরা দেখবো কিভাবে আমাদের সংগ্রহে থাকা যেকোনো প্রোগ্রাম ইন্সটল করার পদ্ধতি।

আপনি যদি ইন্টারনেট থেকে কোন প্রোগ্রাম ডাউনলোড করেন বা নামান সে ক্ষেত্রে আপনাকে আপনার ডাউনলোড করা ফাইলটি ওপেন করতে হবে। ইন্টারনেট থেকে ডাউনলোড করার ক্ষেত্রে আমি আপনাদের Google Chrome বা Firefox নামে ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে বলবো কারন এ দুটি ব্রাউজার ইন্টারনেট ব্যবহার করার জন্য খুব ভালো। যাই হোক ধরে নিলাম আমরা Google Chrome ব্যবহার করে ইন্টারনেট থেকে কোনো প্রোগ্রাম ডাউনলোড করেছি।

এখন অনেকে যারা নতুন তারা হয়তো জানেন না ইন্টারনেট থেকে ডাউনলোড করা প্রোগ্রাম কোথায় গিয়ে সেভ-Save হয়। তো Google Chrome দিয়ে ডাউনলোড করলে এটিকে আপনি পাবেন আপনার Downloads নামক ফোল্ডারে। আর Downloads নামক ফোল্ডারে যেতে হলে আপনার কম্পিউটারের ডেস্কটপে দেখেন My Documents নামে একটা ফোল্ডার আছে সেখানে ক্লিক করুনআর যদি আপনার ডেস্কটপে My Documents নামে ফোল্ডার খুঁজে না পান তো Start এ ক্লিক করুন করে Start মেনু ওপেন হলে সেখানে দেখেন My Documents নামে একটি আইকন আছে সেখানে ক্লিক করুন। তাহলে আপনার My Documents উইন্ডো ওপেন হবে সেখানে দেখুন Downloads নামে একটি ফোল্ডার আছে তার উপর ক্লিক করন তাহলেই পেয়ে যাবেন আপনার ডাউনলোড করা ফাইল। 

উপরে আমরা দেখলাম ইন্টারনেট থেকে নামানো ফাইল বা প্রোগ্রাম খুজে পাওয়ার পদ্ধতি।

*২. এবার আমরা দেখবো CD/DVD বা Pen Drive থেকে কিভাবে কোন প্রোগ্রাম ওপেন করে ইন্সটল করবো। প্রথমেই CD/DVD বা Pen Drive টি আপনার কম্পিউটারে প্রবেশ করান, অনেক কম্পিউটারে CD/DVD বা Pen Drive প্রবেশ বা সংযোগ করার সাথে সাথে একটি উইন্ডো ওপেন হয়, আর সেই উইন্ডোর মদ্ধেই  CD/DVD বা Pen Drive এ থাকা ফাইল বা প্রোগ্রামগুলো খুজে পাওয়া যায়। যদি আপনার কম্পিউটারে নিজে থেকে CD/DVD বা Pen Drive এ থাকা ফাইল গুলো ওপেন না হয় সে ক্ষেত্রে আপনাকে নিজে থেকে ওপেন করতে হবে। তার জন্য আপনার কম্পিউটারের ডেস্কটপে দেখেন My Computer নামে একটা আইকন আছে সেখানে ক্লিক করুনআর যদি আপনার ডেস্কটপে My Computer নামের আইকন খুঁজে না পান তো Start এ ক্লিক করুন করে Start মেনু ওপেন হলে সেখানে দেখেন My Computer নামে একটি আইকন আছে সেখানে ক্লিক করুন। তাহলে আপনার My Computer উইন্ডো ওপেন হবে ।

যদি আপনি Pen Drive থেকে প্রোগ্রাম ইন্সটল করতে চান তো এখানে Pen Drive এ ক্লিক করুন তাহলে এর ভিতরে থাকা আপনার প্রোগ্রাম দেখতে পাবেন, ঠিক একইভাবে যদি আপনি Cd/Dvd থেকে প্রোগ্রাম ইন্সটল করতে চান তো Cd/Dvd তে ক্লিক করুন তাহলে এর ভিতরে থাকা আপনার প্রোগ্রাম দেখতে পাবেন। 

আমি আপনাদের যে কোনো একটি ইন্সটল করার নিয়ম শেখাব। মনে রাখবেন কম্পিউটারে প্রায় সব প্রোগ্রাম-ই ইন্সটল করার পদ্ধতি একই রকম। এখানে আমি কম্পিউটারে বাংলা লেখার প্রোগ্রাম  Avro-keyboard ইন্সটল করা শেখাবAvro-keyboard হলো বাংলা টাইপ করার সফটওয়্যার বা প্রোগ্রাম যা দিয়ে খুব সহজে কম্পিউটারে বাংলা লিখা যায়। Avro-keyboard ইন্সটল করার জন্য এর উপর ডাবল ক্লিক করুন , একটি উইন্ডো আসবে।

এখানে Next এ ক্লিক করুন করার পর আর একটি উইন্ডো আসবে।  

এখানে ভালো করে লক্ষ করুন আমরা যখনি কোনো প্রোগ্রাম ইন্সটল করবো আমাদের সব সময় সেই প্রোগ্রাম এর license এ টিক দিয়ে দিতে হবে। I accept the agreement এ টিক দিয়ে Next এ ক্লিক করুন। এটি আপনাকে সব প্রোগ্রামের ক্ষেত্রেই দিতে হবে। এবার যতবার Next আসবে ততবার Next এ ক্লিক করে যান এটিও সব প্রোগ্রামের ক্ষেত্রে।  

এখানে Install এ ক্লিক করুন তাহলে আপনার কম্পিউটারে Avro-keyboard ইন্সটল শুরু হবে এবং install শেষে আর একটি পেজ ওপেন হবে সেখানে আপনাকে বলা হবে আপনার Install Complete হয়েছে । 

এখানে আপনাকে দেখাচ্ছে Completing the Avro Keyboard Setup Wizard মানে আপনার কম্পিউটারে Avro Keyboard ইন্সটল করণ সম্পূর্ণ হয়েছে । এখানে একটি কথা জেনে রাখা ভালো আমরা যখন কোনো প্রোগ্রাম ইন্সটল করি ইন্সটল সম্পূর্ণ হলে আপনার কম্পিউটারের ডেস্কটপে সেই প্রোগ্রামের আইকন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করে সেই প্রোগ্রামটি ওপেন করতে পারবেন

১১ইন্সটল করা প্রোগ্রাম কিভাবে আনইন্সটল / রিমুভ বা মুছে ফেলা যায়।

এবার আমরা দেখবো ইন্সটল করা প্রোগ্রাম কিভাবে আনইন্সটল / রিমুভ বা মুছে ফেলা যায়।

এর জন্য Start এ ক্লিক করে Control Panel  ক্লিক করুন  ।

Control Panel এ ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে।

এখানে Add or Remove Programs এ ক্লিক করুন আর একটা উইন্ডো আসবে।

এই উইন্ডোতে আপনার কম্পিউটারে এই পর্যন্ত যত গুলো প্রোগ্রাম ইন্সটল করা হয়েছে তার লিস্ট দেখাবে।

আপনাকে এই থেকে যে প্রোগ্রামটি মুছে ফেলতে চান সেটি সিলেক্ট করে Remove লেখাতে ক্লিক করুন তাহলে একটা সতর্ক বার্তা উইন্ডো আসবে এবং আপনাকে বলবে আপনি কি সত্যিই সিলেক্ট করা প্রোগ্রামটি মুছে ফেলতে চান?

যদি চান তো Yes এ ক্লিক করুন এবং যদি (কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে) Next আসে তো Next এ ক্লিক করতে থাকুন, দেখবেন একপর্যায়ে এটি মুছে গেছে। তবে সব সময় কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার আনইন্সটল/ রিমুভ করার সময় সেই প্রোগ্রাম যদি চালু অবস্থায় থাকে তা অবশ্যই  বন্ধ করে নিতে হবে।

Share:

1 comment:

Search This Blog

S AhameD. Powered by Blogger.

Contact Form

Name

Email *

Message *

Wikipedia

Search results

Translate

Blog Archive

Recent Posts

Unordered List

Pages

Theme Support