বিজ্ঞান-প্রযুক্তি ও তথ্যে সমৃদ্ধের লক্ষ্যে....

Notice

ব্লগ উন্নয়নের কাজ চলছে... সবার আন্তরিক সহয়োগীতা একান্তভাবে কামনা করছি..

Tuesday, March 21, 2017

নিরাপদে রাখুন আপনার মোবাইল ফোন

মোবাইল ফোন বর্তমানে আমাদের নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তবে বিভিন্ন সময়ে এটিই নানা বিড়ম্বনার কারন হয়ে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের ডিভাইস রিপেয়ারিং প্রতিষ্ঠান iFix কিছু টিপস তুলে ধরেছে ব্যবহারকারীদের জন্য। প্রিয় পাঠকদের জন্য আজ তুলে ধরা হলো সেগুলো।

১. নিম্নমানের ব্যাটারি থেকে দূরে থাকুনঃ সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এস৪ মোবাইলের দুর্ঘটনার জন্য ব্যাটারি পরিবর্তনকেই দায়ী করা হয়। কেননা, কেনার পর এর ব্যাটারি পরিবর্তন করেছিলেন ফোনের মালিকআর এই ব্যাপারে সতর্ক করেছে আইফিক্সতাদের মতে, অরিজিনাল ব্যাটারি যেসব নিয়ম মেনে চলে, নকল বা নিম্নমানের ব্যাটারিতে কখনোই সেটি থাকে না।

এছাড়া নিম্নমানের ব্যাটারি ব্যবহারের ফলে চার্জ সংক্রান্ত সমস্যায় পড়তে হয়। অনেক সময় অল্প কিছু সময় ব্যবহারের পর মোবাইল গরম হয়ে পড়তে পারে। আর তাই এসব সমস্যা এড়াতে সবসময় ব্যবহার করুন মানসম্পন্ন ব্যাটারি।

২. চার্জ দেওয়া অবস্থায় ফোন খোলামেলা জায়গায় রাখুনঃ চার্জ দেওয়া অবস্থায় কখনোই আপনার মোবাইল বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস বালিশ বা অন্য কিছু দিয়ে চেপে রাখবেন না। চার্জ দেওয়ার সময় মোবাইল ফোনে অতিরিক্ত তাপ উৎপন্ন হতে পারে। আর এই অবস্থায় মোবাইল ফোন ঢেকে রাখলে ক্ষতির আশঙ্কাই বেশি থাকে। আর তাই ঝামেলা এড়াতে সবসময় খোলামেলা স্থানে মোবাইল চার্জ দিন

৩. মোবাইল ফোন ভিজে গেলে করনীয়ঃ ফোন ভিজে গেলে কিংবা ফোনে পানি প্রবেশ করলে অধিকাংশ ক্ষেত্রে সেটি সারিয়ে তোলা সম্ভব। তবে এরপরও সমস্যা থেকে যেতেই পারে। আর এর ফলে ফোনের অভ্যন্তরে শর্ট সার্কিটের মত ঘটনা ঘটতে পারে। ফলে পরবর্তীতে যে কোন দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়।

৪. চার্জ দেওয়ার সময় খুব বেশি ব্যবহার করা যাবে নাঃ আমরা যখন ফোন ব্যবহার করি, তখন এতে তাপ উৎপন্ন হয়। আবার চার্জ দেওয়ার সময়ও তাপ উৎপন্ন হয়। ফলে চার্জ দেওয়ার সময় আপনি যদি আপনার ফোনে খুব বেশি কাজ করেন, তাহলে স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে যেতে পারে আপনার ফোনবিশেষ করে এই সময় গেম খেললে কিংবা ওয়াইফাই ব্যবহার করলে কিংবা খুব দুর্বল নেটওয়ার্ক সিগন্যালে ফোন করার চেষ্টা করলে। কারন এই কাজগুলোতে প্রয়োজনের থেকেও বেশি কাজ করতে হয় মোবাইল ফোনের। ফলে আপনার ফোন অতিরিক্ত তাপ নিঃসরণ শুরু করতে পারে।
    আর এর ফলে মোবাইল ব্যাটারির উপর বাড়তি চাপ পড়ে। ফলে চার্জ হতে বেশি সময় লাগে, ব্যাটারির স্থায়িত্ব হ্রাস পায় এবং একই সাথে ব্যাটারি চার্জারেরও ক্ষতি হতে পারে। আর তাই আপনি কাজ করার সময় যদি দেখেন ফোন বেশ গরম হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সেটি রেখে দিন। তবে বালিশের নিচে রাখবেন না যেন !

৫. ফোন মেঝেতে পড়ে গেলে করনীয়ঃ অনেক সময় আমাদের হাত থেকে কিংবা অন্য কোনভাবে মাটিতে পড়ে যায় আমাদের প্রিয় মোবাইল ফোনটি। আর এরপর আমরা প্রথমেই দেখি ফোনটি অন হচ্ছে কিনা। অন হলে ধরে নিই কোন সমস্যা হয়নি। তবে আমাদের এই ধারণা একেবারেই ভুল। কেননা বাইরের অংশে কোন ক্ষতি না হলেও অনেক সময় ভেতরের বিভিন্ন কমপোনেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। বিভিন্ন যন্ত্রাংশে ফাটল ধরার মত ঘটনাও ঘটতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যাটারিও

আর তাই এমন ঘটনা ঘটলে পরবর্তীতে যেকোন দুর্ঘটনা এড়াতে আপনার ফোনটিকে একবার চেক আপ করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে আইফিক্স

মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা-

মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আধুনিক ব্যস্ততম জীবনে মোবাইল ফোন ছাড়া একটি দিনও ভাবা যায় না। কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারেই সৃষ্টি হতে পারে কিছু সমস্যারক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের ত্বকতাই সেসব সমস্যা সমাধানে সতর্ক থাকতে হবে নিজেকেই

যারা দীর্ঘসময় রাত জেগে ফোন ব্যবহার করেন যার জন্য আপনার চোখের চারপাশে দেখা দেয় ডার্কসার্কেল। আপনি যদি রাতে ঠিক মতো না ঘুমান তার প্রভাব চেহারায় পরে ও ত্বক দেখায় নিষ্প্রাণ এবং চোখের চারপাশ ফুলে যায়। তাই রাতে সঠিক সময়ে ঘুমাতে যান এবং ফোন বিছানার আশেপাশে না রেখে দূরে রাখুন

ফোনে অনেক ময়লা থাকে যার থেকে এটিতে জার্ম এবং ব্যাকটেরিয়া আক্রমন ঘটে যার কারণে ত্বকে দেখা দেয় লাল বর্ণের রেশ সমস্যা। তাই প্রতিদিন ফোন পরিষ্কার করুন

ফোন দীর্ঘক্ষণ ব্যবহার করার কারণে খুব গরম হয়ে যায় যা ত্বকের জন্য ক্ষতিকরফোনের গরম তাপ ত্বকের মেলানিন উৎপাদনে বাঁধা দিয়ে থাকে এবং ত্বকে দেখা দেখা দেয় অপ্রত্যাশিত কালো দাগ

ফোনের কেসগুলো তৈরি করা হয় নিকেল, কোবাল্টক্রোমিয়াম জাতীয় ধাতব পদার্থ দিয়ে। ফোনের এই ধাতু গুলো ত্বকের এলার্জি সমস্যা বাড়িয়ে দেয় ত্বক লাল বর্নের হয় এবং ফোস্কাও দেখা দেয়।

Share:

0 comments:

Post a Comment

Search This Blog

S AhameD. Powered by Blogger.

Contact Form

Name

Email *

Message *

Wikipedia

Search results

Translate

Blog Archive

Recent Posts

Unordered List

Pages

Theme Support