যে সকল কম্পিউটার আক্রান্ত হয়নি সে সকল কম্পিউটারের ক্ষেত্রে-
RUN এ যান। একটি উইন্ডো আসবে।
wscript.exe লিখে এন্টার চাপুন।
stop script after specified number of seconds: এ 1 দিয়ে apply করুন।
এরপর থেকে কোন শর্টকাট ভাইরাস আপনার কম্পিউটারে প্রবেশ করবে না।
যে সকল কম্পিউটার আক্রান্ত হয়েছে সে সকল কম্পিউটারের ক্ষেত্রে-
আপনার পিসির ctrl+shift+esc প্রেস করুন।
process ট্যাবে গিয়ে show process for all user প্রেস করুন।
সেখান থেকে wscript.exe ফাইলটি খুজে বের করুন।
End process এ ক্লিক করুন।
এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
সার্চবক্সে wscript নামের সব ফাইলগুলো shift+delete দিন।
যে ফাইলগুলো delete হচ্ছে না ওইগুলো skip করে দিন।
এবার RUN এ যান।
wscript.exe লিখে এন্টার চাপুন।
stop script after specified number of seconds: এ 1 দিয়ে apply করুন।
যে সকল পেনড্রাইভ আক্রান্ত হয়েছে সে ক্ষেত্রে-
পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন তারপর cmd তে যান।
পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে enter দিন। (যেমন: এটি হতে পারে I:/)
এবার উল্লেখিত কোডটি সঠিকভাবে লিখুন। কোডঃ attrib -s -h /s /d *.* তারপর enter কী চাপুন।
এবার দেখুন পেনড্রাইভে রাখা ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা? দেখালে ডাটাগুলো সংরক্ষণ করে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।
0 comments:
Post a Comment